Tuesday, October 14, 2025

জাতিসংঘের তদন্তে গাজায় গণহত্যা প্রমাণিত, ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ


ছবিঃ গাজা সিটিতে ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে (সংগৃহীত । মাহমুদ ইসা/রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

প্রায় দুই বছরের যুদ্ধ শেষে জাতিসংঘের একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের অভিযানের ওপর ঐতিহাসিক রায় দিয়েছে। তদন্তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—এটি গণহত্যা, আর এর জন্য ইসরায়েলের রাষ্ট্রকেই দায়ী করা হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিন দখলকৃত ভূখণ্ডবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লে আল জাজিরাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ—এই তিনজন শীর্ষ নেতার বক্তব্য ও দেওয়া নির্দেশনাগুলোকে কেন্দ্র করেই কমিশন তাদের দায়িত্ব নির্ধারণ করেছে।

পিল্লে বলেন, “রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তারা গণহত্যামূলক নির্দেশ দিয়েছেন। তাই এটি কেবল ব্যক্তিগত অপরাধ নয়, বরং ইসরায়েল রাষ্ট্রকেই গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করেছে—যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে স্পষ্ট গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে “ভুয়া” ও “হামাসের প্রচারণা” বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরন এটিকে “মানহানিকর” ও “অযৌক্তিক” দাবি করেছেন।

এটি প্রথমবার নয়, এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে গাজায় গণহত্যার অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। তবে জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে অনেকেই একটি ‘ঐতিহাসিক মোড় ঘোরানো মুহূর্ত’ বলে মনে করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন