Tuesday, October 14, 2025

জাতিসংঘ পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয়: ইরান


ছবিঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ৫ অক্টোবর ২০২৫ সালে তেহরানে ইরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে বক্তব্য রাখছেন (সংগৃহীত। আল জাজিরা । আত্তা কেনারে/এএফপি )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা “আর প্রাসঙ্গিক নয়” বলে ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রবিবার তেহরানে কূটনীতিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত মাসে কায়রোতে স্বাক্ষরিত চুক্তি কার্যত অর্থহীন হয়ে গেছে। সেই চুক্তির মাধ্যমে তেহরান পারমাণবিক স্থাপনায় পুনরায় পরিদর্শন ও নজরদারি চালাতে সম্মত হয়েছিল।

কিন্তু ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—২০১৫ সালের পরমাণু চুক্তির তিন স্বাক্ষরকারী দেশ—ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের চালু করে। আরাঘচি বলেন, এই পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোর ভূমিকা দুর্বল করেছে এবং ভবিষ্যতের আলোচনায় তাদের প্রভাব অনেক কমে যাবে।

তিনি আরও অভিযোগ করেন, আইএইএ দ্বৈত মানদণ্ডে চলছে এবং ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও সংস্থাটি তার নিন্দা জানায়নি।

তেহরান জোর দিয়ে বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়। যদিও কিছু আইনপ্রণেতা এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে সরে আসার প্রস্তাব দিয়েছেন, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান এখনো সেই চুক্তির প্রতিশ্রুতিতে অটল রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন