Tuesday, October 14, 2025

ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নুর পদত্যাগে নতুন রাজনৈতিক সংকট


ফাইল ছবিঃ সেবাস্তিয়ান লেকর্নু গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন (সংগৃহীত । আল জাজিরা । আলাঁ জোকার্ড/পুল, রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হলো নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর পদত্যাগে। মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণ করা লেকর্নু সোমবার পদত্যাগপত্র জমা দিলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা গ্রহণ করেন।

রবিবার সন্ধ্যায় লেকর্নু তার মন্ত্রিসভার নাম ঘোষণা করলেও, সেই তালিকা বিরোধী দলের পাশাপাশি মিত্রদের মধ্যেও ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগ করলেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদে ওঠা লেকর্নু ছিলেন ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী। তবে দুই বছরের মধ্যে এটি ম্যাক্রোঁর পঞ্চম প্রধানমন্ত্রী পরিবর্তন, যা ফ্রান্সের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও প্রকট করে তুলেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন