Tuesday, October 14, 2025

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে উত্তপ্ত বিতর্ক,


ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার (২০ জুন, ২০২৫) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তীব্র বাদানুবাদ চলে।

তবে সব ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়ার একটি 'ছোট্ট' ভুল।

বৈঠকে বক্তব্য দেওয়ার একপর্যায়ে ডরোথি শিয়া মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়ানোর জন্য ইসরায়েলকে দায়ী করেন। আদতে তিনি ইরানের বিরুদ্ধে তোপ দাগতে চেয়েছিলেন, কিন্তু ভুল করে 'ইরানের' জায়গায় 'ইসরায়েলের' কথা বলে ফেলেন।


মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারেন ডরোথি শিয়া এবং দ্রুত তা শুধরে নেন। এরপর তিনি ইরানের নাম উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য ইরানকে দায়ী করে ডরোথি শিয়া বলেন, "নিজেদের পারমাণবিক কর্মসূচি সংযত করার জন্য তেহরানের একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।"

দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের গতকালের বৈঠকে ইরান ও ইসরায়েল উভয়ই তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপানোর চেষ্টা করে।


জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যায়িত করেন, যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত ইরানি শিশুদের ছবি তুলে ধরেন, যা বৈঠকে এক আবেগঘন পরিস্থিতি তৈরি করে।


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়া(ফাইল ছবি)ছবিঃএএফপি 


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন