Friday, December 5, 2025

জাকার্তায় মসজিদে বিস্ফোরণ, অর্ধশতাধিক আহত


ছবিঃ জাকার্তার একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে বিস্ফোরণের স্থানের কাছে সশস্ত্র পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি। (সংগৃহীত । আল জাজিরা । রয়টার্স/উইলি কুরনিয়াওয়ান)

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন মানুষ আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে এ ঘটনা ঘটে।

জাকার্তা মহানগর পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং প্রাথমিক তদন্ত চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, অনেকে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। সবাইকে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, মসজিদ ও আশপাশের এলাকা পুলিশ কর্ডনে ঘেরা, পাশে কয়েকটি অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। তবে বিস্ফোরণে মসজিদের বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালীন আকস্মিকভাবে একটি তীব্র শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় মসজিদের ভেতর। আতঙ্কে নামাজরত মানুষজন ছুটোছুটি শুরু করেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি যান্ত্রিক ত্রুটি, গ্যাস লিকেজ, বা অন্য কোনো কারণে ঘটেছে কিনা তা নির্ণয়ের জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে তদন্ত করছে।

সরকার ঘটনাটিকে “গুরুতর দুর্ঘটনা” হিসেবে বিবেচনা করছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল টিম গঠন করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন