Tuesday, October 14, 2025

ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবেন ট্রাম্প


ছবিঃ ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন (সংগৃহীত । ব্রেন্ডান স্মিয়ালভস্কি)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর আগ্রাসন বন্ধে আলোচনায় রাজি না হওয়ায় তার প্রতি ক্রমবর্ধমান হতাশার কথা জানানোর পরই ট্রাম্প এই ঘোষণা দিলেন। রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, "আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাব, যা তারা মরিয়া হয়ে চাইছে।" তিনি পুতিনের সমালোচনা করে বলেন, "পুতিন অনেককে সত্যিই অবাক করেছেন। তিনি সুন্দর কথা বলেন, আর সন্ধ্যায় সবাইকে বোমা মেরে দেন। এতে একটা সমস্যা হচ্ছে। আমি এটা পছন্দ করি না।" ট্রাম্প জানান, কতগুলো প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হবে সে বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি, তবে ইউক্রেনের সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা অবশ্যই পাঠানো হবে।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন গত সপ্তাহে তিনি নিশ্চিত করেছেন যে, তার প্রশাসন ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা কিয়েভের কাছে সেগুলো সরবরাহ করতে পারে।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে। রুটের ওয়াশিংটন সফরের আগেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি সোমবার রাশিয়াকে নিয়ে একটি 'গুরুত্বপূর্ণ বিবৃতি' দেবেন।

অ্যাক্সিওস নামের একটি সংবাদমাধ্যম দুজন অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণায় ইউক্রেনের জন্য 'আক্রমণাত্মক অস্ত্র' অন্তর্ভুক্ত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন