Tuesday, October 14, 2025

ইউক্রেন সরকারের বড় রদবদল: নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো


ফাইল ছবিঃ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো (সংগৃহীত । আন্দ্রেয়া শালাল/রয়টার্স)


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির অর্থনীতি মন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর এটি ইউক্রেন সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য রদবদল বলে মনে করা হচ্ছে। সোমবার (১৪ জুলাই) জেলেনস্কি এই ঘোষণা দেন।


৩৯ বছর বয়সী সভিরিডেঙ্কো বর্তমানে উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক হামলার কয়েক মাস আগেই তিনি ইউক্রেনের অর্থনীতির হাল ধরেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির আলোচনায় তার ভূমিকা বেশ আলোচিত হয়েছিল। যদি তার এই মনোনয়ন সংসদ কর্তৃক অনুমোদিত হয়, তাহলে তিনি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ডেনিস শ্মিহালের স্থলাভিষিক্ত হবেন। শ্মিহাল ইউক্রেনের স্বাধীনতার পর থেকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর পদে ছিলেন।


জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, "আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দিতে এবং এর কার্যক্রমে নতুন গতি আনতে ইউলিয়া সভিরিডেঙ্কোকে প্রস্তাব করেছি। আমরা দ্রুতই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন দেখতে পাব বলে আশা করছি।" তিনি এটিকে সরকারের নির্বাহী শাখার "রূপান্তর" হিসেবে উল্লেখ করেন। প্রেসিডেন্ট আরও জানান, ইউলিয়ার সঙ্গে তার আলোচনা হয়েছে ইউক্রেনের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি প্রসারিত করা এবং অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির বিষয়ে।


এই রদবদলের অংশ হিসেবে জেলেনস্কি ডেনিস শ্মিহালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শ্মিহালের "বিশাল অভিজ্ঞতা" এই পদে অত্যন্ত "মূল্যবান" হবে, কারণ বর্তমানে দেশের সর্বোচ্চ সম্পদ, কাজ এবং দায়বদ্ধতা এই খাতেই কেন্দ্রীভূত।


যদি এই মনোনয়নগুলো সংসদ কর্তৃক অনুমোদিত হয়, তাহলে শ্মিহাল বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের স্থলাভিষিক্ত হবেন। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে, উমেরভকে ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করা হচ্ছে। উমেরভের সঙ্গে সপ্তাহান্তে বৈঠকের পর জেলেনস্কি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্কের ক্ষেত্রে আরও ইতিবাচক গতিশীলতা এবং একই সাথে আমাদের দেশের প্রতিরক্ষা খাত পরিচালনায় নতুন পদক্ষেপ প্রয়োজন।"


যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে এই মন্ত্রিসভা রদবদলকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি সরকারের কার্যক্রমে নতুনত্ব আনবে এবং জনগণের ক্লান্তি দূর করতে সহায়ক হবে। পার্লামেন্টে জেলেনস্কির প্রতি শক্তিশালী সমর্থন থাকায় সভিরিডেঙ্কোর মনোনয়ন অনুমোদিত হওয়ার সম্ভাবনা বেশি।


সূত্রঃ আল জাজিরা


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন