- ১৩ অক্টোবর, ২০২৫
PNN আন্তর্জাতিক ডেস্ক | নিউইয়র্ক, ১৩ সেপ্টেম্বর
দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। এ সপ্তাহে দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলি বিমান হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা ও হামাসের পাঁচ সদস্য নিহত হন। হামাস নেতারা সে সময় গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প প্রস্তাবিত এক নতুন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।
শুক্রবার রাতে নির্ধারিত নৈশভোজ বৈঠকের আগে শেখ মোহাম্মদ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দোহায় ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্র-কাতার নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতার–যুক্তরাষ্ট্র সম্পর্ক হামলার পর জটিল হয়ে উঠেছে। ওয়াশিংটনে অবস্থানরত সংবাদদাতা কিম্বারলি হালকেট জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে মূলত দুটি বিষয়ে আলোচনা হবে—দোহায় ইসরায়েলি হামলা এবং গাজা যুদ্ধ শেষ করার চলমান আলোচনা।
হামলার পর ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন যে কাতারকে লক্ষ্য করে ইসরায়েলের এই পদক্ষেপ তাকে “অত্যন্ত অখুশি” করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এ হামলার উদ্দেশ্য ছিল চলমান ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দেওয়া।
কাতারে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেস থাকায় দেশটি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসন এখন মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের প্রতি সমর্থনের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।