Tuesday, October 14, 2025

ইসরায়েলি নেতার মন্তব্যে পাকিস্তান-ইসরায়েল উত্তেজনার পারদ চড়া


ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মেইর মাসরি আরবি ও উর্দু ভাষায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, "ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।"

মাসরি বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও, ইসরায়েলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে তিনি প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন, বিশেষত লেবার পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে। তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানান। মাসরি তার পোস্টে আরও লেখেন, "পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।"

তার এই হুমকির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির বক্তব্যের নিন্দা জানান। ব্যবহারকারীরা মন্তব্য করেন, এ ধরনের উসকানিমূলক হুমকি পাকিস্তানিদের মনোবল আরও দৃঢ় করবে। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও এর সংযত ব্যবহার বিশ্বে স্বীকৃত।

এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যে গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ইসহাক দার বলেন, "ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো না।" তিনি আরও বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম। ইসহাক দার স্মরণ করিয়ে দেন, "ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনো সবাই একযোগে প্রস্তুত থাকব।"

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে ইরানে হামলা হলে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তবে এসব গুজব সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান সরকার। সামগ্রিকভাবে এই ঘটনা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।


পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন।ছবিঃদৈনিক ইতেফাক 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন