- ১৩ অক্টোবর, ২০২৫
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের অন্তত ৬০টি যুদ্ধবিমান শুক্রবার তেহরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে। এই হামলায় প্রায় ১২০টি আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ-এর দাবি, তাদের প্রধান লক্ষ্য ছিল ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা স্থাপনা। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এই স্থাপনাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সরাসরি জড়িত। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিরশেবার মাইক্রোসফট অফিসের কাছে একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হামলায় আবাসিক ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইরান বিরশেবার গ্যাভ-ইয়াম প্রযুক্তি পার্ককে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বিরশেবায় মাইক্রোসফট ভবনের কাছাকাছি আঘাত হানে, যার ফলে একটি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম হামলার পরবর্তী কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে ধ্বংসস্তূপ, ধোঁয়ার কুণ্ডলী এবং আতঙ্কিত মানুষদের ছোটাছুটি করতে দেখা গেছে।
তেহরানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থান। ছবি: দ্য গার্ডিয়ান