- ১৩ অক্টোবর, ২০২৫
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে” অভিযুক্ত করে তাঁকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি দোহায় প্রাণঘাতী ইসরায়েলি বিমান হামলার পর এ মন্তব্য করেন তিনি।
কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক অঙ্গনে দোহা তার “বিশ্বস্ত ও নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা” চালিয়ে যাবে। নেতানিয়াহুর দেওয়া হুমকিমূলক বক্তব্য কাতারকে এই অবস্থান থেকে সরে আসতে বাধ্য করতে পারবে না।
এদিকে, গাজা উপকূলে ইসরায়েলি বাহিনী সাতজন ফিলিস্তিনি জেলেকে আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি। তাঁদেরকে বর্তমানে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। যুদ্ধে ইসরায়েলি নৌবাহিনী বহুবার গাজার জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং অনেককে হত্যা করেছে। যদিও ইসরায়েল কর্তৃক ‘অফ-লিমিট’ ঘোষণা করা পানিতে এখনো খাদ্যের সন্ধানে ঝুঁকি নিয়ে মাছ ধরতে নামছেন স্থানীয়রা।