- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত ও ৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলাগুলো এমন সময়ে ঘটছে, যখন মিশরের শার্ম আল শেখে তিন দিন ধরে যুদ্ধবিরতির আলোচনায় বসেছে উভয় পক্ষের প্রতিনিধিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত দিনের হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। পাশাপাশি, পূর্বের ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৮৪১ জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের তথ্য।
এদিকে, গাজায় জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের প্রতিনিধি জেমস এল্ডার জানিয়েছেন, উত্তর গাজা থেকে নবজাতকদের জন্য ইনকিউবেটর সরিয়ে আনার অনুমতি ইসরায়েলি বাহিনী চারবার অস্বীকার করেছে। তিনি বলেন, “আমরা যে শিশুগুলোর জীবন বাঁচাতে পারতাম, তাদের অনেকেই এই অনুমতির অভাবে মারা যাচ্ছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রতিনিধিও গাজার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন। তার ভাষায়, “গাজার হাসপাতালগুলো এখন ভয়াবহ অবস্থায়— সর্বত্রই গুরুতর দগ্ধ শিশু, আহত মানুষ ও ওষুধের তীব্র সংকট।”
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশকে “ইচ্ছাকৃত উসকানি” বলে উল্লেখ করেছে। সংগঠনটি জানিয়েছে, “এই ধরনের আচরণ ইসরায়েলি সরকারের চরমপন্থী মনোভাবের প্রকাশ।”
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও বোমা হামলা অব্যাহত থাকায় স্থানীয়রা বলছেন, “শান্তির প্রতিশ্রুতি কেবল কাগজে— বাস্তবে গাজা এখনো রক্তে ভাসছে।”