Tuesday, October 14, 2025

ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধানসহ নিহত ২০ সামরিক কমান্ডার


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক কাঠামোয় বড় আঘাত হেনেছে ইসরায়েল। শুক্রবার ভোররাতে চালানো এক সুনির্দিষ্ট বিমান হামলায় ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ পর্যায়ের অন্তত ২০ জন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

'অপারেশন রাইজিং লায়ন' নামের এই সামরিক অভিযানে ইসরায়েল একযোগে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আইআরজিসির বিমানঘাঁটি, ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্র এবং গোয়েন্দা দপ্তর।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এই হামলা ছিল ইরান থেকে চালানো পূর্ববর্তী রকেট হামলার পাল্টা প্রতিক্রিয়া। একই দিন ইরানও ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার কিছু আঘাত হানে এবং কিছু প্রতিহত করা হয়। তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে বিস্ফোরণ এবং আগুনের ঘটনা ঘটায় শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের শব্দ বহু দূর থেকেও শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এই ঘটনায় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে, তবে কোনো পক্ষই আপাতত পিছু হটছে না বলে ধারণা করা হচ্ছে।

ছবি: এএফপি, ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। হামলার পর সেখানে যান উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন। গতকাল ইরানের তেহরানে

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন