- ১৩ অক্টোবর, ২০২৫
শুক্রবার ভোররাতে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাঝেই তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান, যা ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়।
স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩ ও ‘হাওম’ জানায়, মধ্য ইসরায়েলের সাতটি জায়গায় ইরানের ছোড়া রকেট পড়েছে। একই সময়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করছে।
এছাড়াও শুক্রবার ভোরে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এক বড় হামলা চালায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে। এই অভিযানেই নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও অন্যান্য কমান্ডারসহ কমপক্ষে ২০ জন। এতে অন্তত ৭৮ জন প্রাণ হারিয়েছে এবং তিনশর বেশি আহত হয়েছেন।
দুপুরের পর আবারও ইসরায়েল নতুন আঘাত হানে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়, উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ইরানের পক্ষ থেকে জবাব হিসেবে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যা তীব্র সহিংসতার আশঙ্কা বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত শান্তির আহ্বান জানাচ্ছে।
ছবি: রয়টার্স থেকে সংগৃহীত