- ১৩ অক্টোবর, ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তিনি তেহরানে নতুন করে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।
রোববার রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনের সময় প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—আপনি যদি ইসরাইলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে। এবার আপনি ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু হবেন।”
তবে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ১৩ জুন, ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে শুরু হয় দুই দেশের মধ্যকার সর্বশেষ ১২ দিনের সংঘাত। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে।
এর আগে, গত ১৯ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পরও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী খামেনিকে হত্যার হুমকি দিয়েছিলেন। ইসরায়েলের দৈনিক ইদিয়োত আহারোনোত-এ প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই।”
বিশ্লেষকরা বলছেন, একের পর এক প্রকাশ্য হুমকি এবং পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। বিশেষত খামেনিকে হত্যার মতো স্পষ্ট হুমকি আঞ্চলিক সংঘাতকে বিস্তৃত যুদ্ধে রূপ দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।