Tuesday, October 14, 2025

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা: আহত ১১, রেড ক্রিসেন্টের কর্মীদের প্রাণহানি ও চিকিৎসা কেন্দ্রে হামলার অভিযোগ


ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১১ জন ইরানি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় এবং সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলেও সংস্থাটি নিশ্চিত করেছে।

মার্কিন হামলার পর তোলা স্যাটেলাইট চিত্রে ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা এলাকায় ছয়টি নতুন গর্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বোমার আঘাতেই এই গর্তগুলো তৈরি হয়েছে। তবে গর্ত সৃষ্টি হলেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি বলে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কুলিভান্দ উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় তাদের অন্তত তিনজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এছাড়া সংস্থার একটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। কুলিভান্দ আরও অভিযোগ করেছেন যে, ইসরায়েল হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি কেয়ার হোমের ওপরও হামলা চালিয়েছে।


মার্কিন বিমান হামলার পর স্যাটেলাইটে তোলা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা এলাকার ছবি/(ছবি:বিবিসি বাংলা) 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন