Tuesday, October 14, 2025

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ১০, আবাসিক এলাকা টার্গেট


ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে রাশিয়ার চালানো এক "ব্যাপক" ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার সকালে চালানো এই হামলায় শহরের বিভিন্ন জেলার আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো চালানো বড় আকারের রাতভর হামলা। 

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া রাতভর ৩৫২টি ড্রোন ও ডিকয় (বিভ্রান্তিকর লক্ষ্যবস্তু), ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই প্রতিহত বা জ্যাম করে দিয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো এক বিবৃতিতে বলেছেন, "রাজধানীতে আরেকটি ব্যাপক হামলা। সম্ভবত, শত্রু ড্রোনগুলোর বেশ কয়েকটি তরঙ্গ ছিল।"

তাকাচেঙ্কো টেলিগ্রামে আরও বলেছেন, "রুশদের কৌশল অপরিবর্তিত – যেখানে মানুষ থাকতে পারে, সেখানেই আঘাত করা।" তিনি যোগ করেন, "আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ – এটাই রুশদের কৌশল।"

সাম্প্রতিক এই হামলাগুলো ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্রতা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের উপর এর ভয়াবহ প্রভাবের ইঙ্গিত দেয়। একই সময়ে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের দিকে বিশ্ব মনোযোগ থাকায়, রাশিয়া এই সুযোগে ইউক্রেনে তাদের সামরিক চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন।

২৩ জুন ২০২৫, ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন। [ইউক্রেনের স্টেট এমারজেন্সি সার্ভিস/এএফপি-র মাধ্যমে হ্যান্ডআউট]

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন