Monday, January 19, 2026

ইরানে সর্বোচ্চ নেতা খামেনিকে নিয়ে উদ্বেগ: জনসমক্ষে অনুপস্থিতি ও নিরাপত্তা প্রশ্ন


ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জনসমক্ষে অনুপস্থিতি দেশজুড়ে তীব্র উৎকণ্ঠা তৈরি করেছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখন দেশটির রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে।

মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের এক কর্মকর্তাকে এই উদ্বেগ জানান। উপস্থাপক বলেন, "মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুব চিন্তিত। তাঁর কী অবস্থা, বলতে পারেন?" তিনি আরও জানান, দর্শকদের কাছ থেকে এই একই প্রশ্নে তাদের বার্তাকক্ষ ভরে গেছে।

তবে খামেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজায়েলি সরাসরি কোনো উত্তর দেননি। উল্টো ফাজায়েলি বলেন, "আমরাও অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়াতুল্লাহর নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন।"

ফাজায়েলি আরও যোগ করেন, "আমাদের সবাইকে তাঁর জন্য দোয়া করতে হবে।" তিনি আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, "সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা তাদের কাজ ভালোভাবেই করছেন। আল্লাহ চাইলে, আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়েই বিজয় উদ্‌যাপন করতে পারবেন।"

প্রায় এক সপ্তাহ ধরে খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোনো ভাষণ বা বার্তাও দেননি, অথচ দেশটি বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার এই অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিফাইল ছবি: এএফপি

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন