Tuesday, October 14, 2025

ইরান ও ইসরায়েল সংঘাতে ব্রিকস জোটের তীব্র নিন্দা: শান্তি ও সংলাপের আহ্বান


ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরানের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিকস (BRICS) জোট। এই জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা ছাড়াও বর্তমানে ইরান ও সংযুক্ত আরব আমিরাতও সম্প্রসারিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা এই নিন্দাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।


আল জাজিরার অনলাইন সংস্করণে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিকস এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা এই বিবৃতিতে ব্রিকস আরও বলেছে যে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এই হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) নীতিমালার পরিপন্থী।


জোট সতর্ক করে দিয়েছে যে, সহিংসতা অব্যাহত রাখলে সংকট আরও ঘনীভূত হবে। তাই ব্রিকস মনে করে, এখনই কূটনৈতিক পথে ফিরে আসার সময়। জোট সংঘর্ষ নিরসনে শান্তিপূর্ণ সমাধান এবং সংলাপের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সহিংসতার এই চক্র ভেঙে ফেলতে হবে এবং শান্তি ফিরিয়ে আনতে হবে, যা কেবলমাত্র সংলাপের মাধ্যমেই সম্ভব।


ব্রিকস জোটের  ছবি (ছবিঃ ইন্টারনেট হতে সংগৃহীত) 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন