Tuesday, October 14, 2025

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ জনের ফাঁসি কার্জকর


ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান জানিয়েছে যে, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। মিজান এজেন্সির তথ্য অনুযায়ী, এই ব্যক্তিরা "হত্যাকাণ্ড চালানোর" জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন।

মিজান ফাঁসি কার্যকর হওয়া এই তিন ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা হলেন ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রাসুল আহমদ রাসুল। তাদের ইসরায়েলের "পক্ষে সহযোগিতা" করার অভিযোগে গ্রেপ্তার ও বিচার করা হয়েছিল।

রাষ্ট্রীয় সংশ্লিষ্ট নুর নিউজ জানিয়েছে, সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের সময় ইরান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আরও ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুললো।


অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দপ্তরের সামনে ইরানের পতাকাছবি: রয়টার্স ফাইল ছবি

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন