- ১৩ অক্টোবর, ২০২৫
ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেছেন, এই পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হবে এবং এর অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি দেখা দেবে।
এই সতর্কবার্তা এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপের পর। ফোনালাপে দুই নেতা ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, মস্কো ও বেইজিং বিশ্বাস করে চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও কূটনৈতিক পন্থা অবলম্বন করে সংঘাতের অবসান ঘটানো উচিত।
উল্লেখ্য, রাশিয়া বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে গত বছর সিরিয়ার আসাদ সরকার পতনের পর এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান নিয়ে পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে, ইরানকে সামরিক সহায়তা দেওয়া প্রসঙ্গে পুতিন সেন্ট পিটার্সবার্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান রাশিয়ার কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। তিনি আরও বলেন, "আমাদের ইরানি বন্ধুরা কোনো সামরিক সহায়তা চায়নি।" ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে রাশিয়া কী পদক্ষেপ নেবে, এমন প্রশ্নের উত্তরে পুতিন এ বিষয়ে কোনো আলোচনা করতে চাননি।
ছবি: মারিয়া জাকারোভা (ফাইল ফটো)