- ১৩ অক্টোবর, ২০২৫
চলমান ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে একটি আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করা হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
কূটনীতির জন্য এই সুযোগ রাখার সিদ্ধান্তটি এসেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরান সরকারের 'শাসন পরিবর্তন'কে যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রকাশ্যে ঘোষণা করার পর।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মন্তব্য করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে "বিদ্যমান থাকতে দেওয়া যাবে না"। তিনি আরও জানান, ইরান সরকারকে "দুর্বল" করতে হামলার পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে, সংঘাত সপ্তম দিনে প্রবেশ করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে, ইরানের নেতাদের উৎখাত করা "কোনো ঘোষিত বা আনুষ্ঠানিক লক্ষ্য নয়"। এই ভিন্নমুখী মন্তব্যগুলো চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী পরিস্থিতি। ছবি: আমির কোহেন/রয়টার্স