- ১৩ অক্টোবর, ২০২৫
ইরান-ইসরায়েল উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। শুক্রবার (২০ জুন) নিউইয়র্ক সময় সকাল ১০টায় এবং (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায়) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বৈঠকটি আহ্বান করেছে ইরান। দেশটির অভিযোগ, ইসরাইল তাদের ভূখণ্ডে ‘বেআইনি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী’ হামলা চালিয়েছে এবং এতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। ইরান দাবি করেছে, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ ক্রমেই স্পষ্ট হচ্ছে এবং এতে গোটা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
ইরানের আহ্বানে সমর্থন জানিয়েছে নিরাপত্তা পরিষদের সদস্য রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। এসব দেশ একযোগে এই আক্রমণের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠকে কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এমন উচ্চপর্যায়ের বৈঠক অন্তত কূটনৈতিকভাবে একটি শক্ত বার্তা দেবে এবং ভবিষ্যতের সম্ভাব্য সমাধান বা সংলাপের ভিত্তি তৈরি করতে পারে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ জুন) ইসরাইল ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালায়। এরপর ইরানও ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। সেই থেকে দু’দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠ।ছবিঃদৈনিক ইনকিলাব