Tuesday, October 14, 2025

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত অন্তত ৭২, খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে ২৯ জন


গাজা উপত্যকায় বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ২৯ জন ছিলেন সহায়তা গ্রহণের জন্য অপেক্ষারত, যাঁরা খাদ্যের অভাবে ত্রাণ ট্রাকের কাছে জড়ো হয়েছিলেন।


আল জাজিরাকে দেওয়া বিবৃতিতে মেডিকেল সূত্র জানায়, গাজার কেন্দ্রস্থলে নেতজারিম করিডোরের কাছে সালাহ আল-দিন সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি।


এই ঘটনাটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ উদাহরণ।

গাজার বিভিন্ন স্থানে আরও কয়েকটি হামলায় প্রাণ গেছে আরও বহু মানুষের। গাজা শহরের দক্ষিণাঞ্চলের জৈতুন এলাকায় এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।


গাজার দক্ষিণে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুতদের তাবুতে হামলায় নিহত হয়েছেন আরও ৮ জন, যাঁদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা।

গাজা কেন্দ্রস্থলের মাঘাজি শরণার্থী শিবিরেও একটি ভয়াবহ হামলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই হামলায় এক দম্পতি ও তাঁদের সন্তানসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।


হামাস এক বিবৃতিতে এইসব আবাসিক এলাকা ও ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর সহায়তা বিতরণ পয়েন্টগুলোতে হামলা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে।এই হামলাগুলো এমন এক সময় ঘটছে, যখন গাজায় মানবিক সংকট চরমে এবং হাজারো মানুষ প্রতিদিন খাদ্য সহায়তার জন্য জীবন ঝুঁকিতে ফেলতে বাধ্য হচ্ছেন।


ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ কেন্দ্রগুলোর কাছে গুলি চালালে অন্তত ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন