Tuesday, October 14, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় দিনে ভারতের দারুণ প্রত্যাবর্তন


ছবিঃ ইংল্যান্ডের জো রুট ওভার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রসিধ কৃষ্ণার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। (সংগৃহীতঃ শ্যন বটারিল/গেটি ইমেজেস)

লন্ডনের ঐতিহাসিক ওভালে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী টেস্টের দ্বিতীয় দিনটা হয়ে থাকলো টানটান উত্তেজনায় ভরপুর। একদিকে ইংল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভারতীয় পেসারদের দুর্দান্ত এক প্রত্যাবর্তনে ম্যাচ ফিরে আসে ভারসাম্যে। ফলে সিরিজে সমতায় ফেরার লড়াইয়ে ভারত জোরালোভাবে ফিরে এসেছে।

সকালের ধাক্কা: ভারতের দ্রুত ইনিংস সমাপ্তি

শুক্রবার সকালের প্রথম আধাঘণ্টা ছিল ইংল্যান্ডের। মাত্র ৩০ মিনিটেই ভারতের ইনিংস গুটিয়ে যায় ২২৪ রানে, আগের রাতের ২০৪-৬ থেকে। ইংল্যান্ডের তরুণ পেসার গাস অ্যাটকিনসন টেস্টে ফিরে দুর্দান্ত পারফরম্যান্সে তুলে নেন ৫ উইকেট (৫/৩৩)। করুণ নায়ার ৫৭ রানে এলবিডব্লিউ হন, ওয়াশিংটন সুন্দর যোগ করেন ২৬ রান। সিরাজ ও প্রসিধ কৃষ্ণা রানে খাতাই খুলতে পারেননি।

বাজবলের ঝড়ো শুরু, কিন্তু ভারতীয় পেসারদের পাল্টা জবাব

জবাবে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে ‘বাজবল’ নীতির ফুল-ফ্লোতে শুরু করে। ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট মাত্র ১২ ওভারে স্কোর তুলে ফেলেন ৯২ রান। ডাকেট খেলেন চোখধাঁধানো এক ‘রিভার্স হুক’ ছক্কা আকাশ দীপের বলে। এই জুটি ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্রুততম ওপেনিং ফিফটি পার করে ফেলে মাত্র ৭ ওভারে।

তবে রানের গতি থামাতে ভারত দেরি করেনি। ডাকেট (৪৩) রিভার্স করতে গিয়ে ক্যাচ দেন, এবং লাঞ্চের আগে ইংল্যান্ড ১০৯-১ অবস্থায় যায়। এরপর শুরু হয় ভারতের পাল্টা আক্রমণ। ক্রাউলি (৬৪), ওলি পোপ (২২), জো রুট (২৯), এবং জ্যাকব বেটেল দ্রুত ফিরে যান। প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের ধারাবাহিক আক্রমণে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। প্রসিধের শিকার হন স্মিথ, ওভারটন ও অ্যাটকিনসন—শেষ করেন ৪ উইকেট (৪/৬২)। সিরাজও তুলে নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট।

হ্যারি ব্রুক ৫৩ রানের লড়াকু ইনিংস খেললেও বৃষ্টির বিরতির পর তাকেও ফেরান সিরাজ। চোটের কারণে ক্রিস ওকস ব্যাট করতে নামতে পারেননি। ফলে ইংল্যান্ড থামে ২৪৭ রানে, মাত্র ২৩ রানের লিডে।

ভারতের দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক শুরু

ভারতের ওপেনাররা সেই ক্ষুদ্র লিড দ্রুতই পার করে যান। ইয়াশস্বী জয়সওয়াল মাত্র ৫১ বলে ঝড়ো ফিফটি তুলে নেন, যদিও ৪০ রানে থাকাকালে এক সহজ ক্যাচ ফেলে দেন ইংলিশ ফিল্ডাররা। কে. এল. রাহুল (৭) ও সাই সুদর্শন (১১) ফিরে গেলেও ভারত স্কোরবোর্ডে ৭৫ রান তুলে লিড নেয় ৫২ রানে। দিনশেষে আকাশ দীপ ৪ রানে অপরাজিত।

নাটকীয় ক্লাইম্যাক্সের অপেক্ষা

শনিবারের আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে এবং গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ—এটা নিশ্চিত। টেস্ট সিরিজের এমন রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে ম্যাচ এখন পুরোপুরি ব্যালান্সে। সামনে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ, নাটকঘন এবং ক্রিকেটীয় দক্ষতায় পরিপূর্ণ চূড়ান্ত দিন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন