- ১৩ অক্টোবর, ২০২৫
ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন দ্বীপ বালি অভিমুখী একটি ফেরিডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, ফেরিটিতে ৬৫ জন আরোহী ছিলেন।
বুধবার গভীর রাতে বালি প্রণালীতে এই দুর্ঘটনা ঘটে। ফেরিটি ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার বানিউওয়াঙ্গি শহর থেকে বালির একটি বন্দরে যাচ্ছিল। সুরবায়ার স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, "কেএমপি টুনু প্রতামা জয়া..." নামের ফেরিটি নোঙর তোলার প্রায় ২৫ মিনিট পর ডুবে যায়।
এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, নৌকাটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছাড়াও ২২টি যানবাহন ছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে সংস্থাটি সরাসরি কিছু না বললেও, মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্র উইজায়া পরে বলেছেন, "খারাপ আবহাওয়া" এর কারণ ছিল।