Tuesday, October 14, 2025

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির দাবিতে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ


ছবিঃ বিক্ষোভকারীরা ২৮ জুন, ২০২৫ তারিখে তেল আবিবের হাকিরিয়া ঘাঁটির বাইরে গাজা উপত্যকায় বন্দি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে। (সংগৃহীত । এরিক মারমর/ফ্ল্যাশ৯০)

ইসরায়েলের তেলআবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির দাবিতে। শনিবার রাতে হোস্টেজ স্কয়ারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েল সরকারের যুদ্ধ পরিচালনার কৌশলকেও কড়া সমালোচনা করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় হামাসের বন্দীদশা থেকে মুক্তি পাওয়া পাঁচজন ইসরায়েলি সেনার একজন লিরি আলবাগ সমাবেশে আবেগময় বক্তব্য দেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানান।

আলবাগ বলেন, “আপনি (নেতানিয়াহু) এবং ট্রাম্প ইরান নিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এখন এমন একটি সিদ্ধান্ত নিন যা গাজায় চলমান যুদ্ধের ইতি ঘটাবে এবং বন্দীদের ঘরে ফিরিয়ে আনবে। এটা আমাদের জাতিগত ও নৈতিক দায়িত্ব।”

জিম্মিদের পরিবারগুলো এক যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে প্রিয়জনদের মুক্ত করতে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

এছাড়া তেলআবিবে আইডিএফ সদর দপ্তরের বেগিন রোডের প্রবেশপথে অন্তত দেড় হাজার বিক্ষোভকারী একত্রিত হয়েছিলেন। তারা হামাসের হাতে থাকা বন্দীদের মুক্ত করতে না পারার জন্য নেতানিয়াহু সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

প্রায় তিন সপ্তাহ পর বিক্ষোভকারীরা আবারও শনিবার রাতে রাস্তায় নেমে আসেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তিনি বলেন, এমন চুক্তি হলে হামাসের হাতে থাকা বাকি ৫০ জন ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন