Tuesday, October 14, 2025

ঘুম ভেঙে রক্তক্ষয়: গাজার ওপর ভোরের হামলায় নিহত কমপক্ষে ৩৯


ছবিঃ গাজায় নিহত শিশু (সংগৃহীত । আল জাজিরা )

গাজার বিভিন্ন অংশে ভোরের হামলায় কমপক্ষে ৩৯ জন প্যালেস্টাইনীয় নিহত হয়েছে, জানিয়েছে আল জাজিরাকে চিকিৎসা সূত্রে উদ্ধৃত করা এক প্রতিবেদনে। নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ছিলেন সহায়তা চেয়ে ভিড় করা নাগরিক—এগুলোকে প্রতিবেদনে আঘাতপ্রাপ্ত “এইড সিকার” হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার পরে বিশ্ব জুড়ে তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ দেখা দিয়েছে। বিশেষত আল জাজিরার চার সাংবাদিক ও দুই ফ্রিলান্সারকে টার্গেট করে হত্যা করার অভিযোগকে কেন্দ্র করে বহু দেশে সড়ক, দূতাবাসের সামনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দায়িদের খুঁজে শাস্তির দাবি তুলেছেন।

আঞ্চলিক ও আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা এবং সাংবাদিক সংগঠনগুলোও এই প্রাণহানির ঘটনাকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে এবং আহত ও নিরপরাধ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ চেয়ে আহ্বান জানিয়েছে। সংঘটিত ওই নিহত ও আহতদের পরিচয়, হামলার নির্দিষ্ট পরিস্থিতি ও দায়িত্বপ্রাপ্ত পক্ষ সম্পর্কে আনুষ্ঠানিক বিবরণ এখনও পরিপূর্ণভাবে প্রকাশিত হয়নি; পরিস্থিতি নিয়ে চলমানভাবে বিভিন্ন সূত্র থেকে অনুসন্ধান চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন