- ১৩ অক্টোবর, ২০২৫
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় খাদ্য সহায়তা প্রত্যাশী শত শত মানুষ নিহত হয়েছেন। গত ছয় সপ্তাহে প্রায় ৮০০ ত্রাণপ্রত্যাশী একই ধরনের হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
গাজার হাসপাতালগুলোর সূত্রে জানা গেছে, শনিবার ভোরের পর থেকে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জনই ত্রাণ নিতে অপেক্ষারত ছিলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবারও গাজায় ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষায় থাকা অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হন। গত ছয় সপ্তাহে ত্রাণপ্রত্যাশীদের ওপর বারবার হামলার ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ৮০০-তে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সৈন্যদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।
সুত্রঃ আল জাজিরা