- ১৯ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
উত্তর গাজায় এক পারিবারিক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ছয় বছর বয়সী সিন্দুস হিলিসকে ইসরায়েলি স্নাইপার গুলি করে গুরুতর আহত করেছে। ঘটনা ঘটে শান্তিচুক্তির মধ্যেই।
দারাজ এলাকার বিয়ের হলের প্রথম তলায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সিন্দুস, নতুন পোশাকে আনন্দে মেতে উঠেছিল। কিন্তু হঠাৎই সে মাটিতে লুটিয়ে পড়ে। দ্বিতীয় তলার অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়; কয়েকজন গুলিবিদ্ধ হয়। বর-কনে, অতিথিরা হতভম্ব হয়ে বিয়ের অনুষ্ঠান থেমে যায়।
সিন্দুসের বড় বোন মারিয়া জানান, “সিন্দুস মাটিতে শুয়ে রয়েছে এবং জাগছে না।” তার মা প্রথম তলায় দৌড়ে যান, কিন্তু শুধু রক্তের হাওয়া পান। পরে ভাইয়ের ফোনে খবর আসে, “আমরা ব্যাপটিস্ট হাসপাতাল [আল-আহলি আরব হাসপাতাল]-এ আছি, দ্রুত আসুন।”
হাসপাতালে পৌঁছানোর পর দেখা যায়, সিন্দুসের মুখ রক্তে লাল, মেকআপ ও নতুন পোশাক রক্তে ভিজে গেছে। নার্স জানায়, মাথায় দুইটি গুলি ঢুকেছে, কিছু মস্তিষ্কের অংশও নষ্ট হয়েছে।
সিন্দুসকে পরে ICU-তে নেওয়া হয়। তিন ঘণ্টার অস্ত্রোপচারের পরও বাম দিকের দেহ অচল থাকে। দুই দিন পর সে জেগে ওঠে, কিন্তু দেখতে বা বাম দিক ব্যবহার করতে পারছিল না। হাসপাতালের সীমিত সম্পদের কারণে তার চিকিৎসা খুবই কঠিন ছিল।
পরিবার জানিয়েছে, ইসরায়েলি স্নাইপার তার লক্ষ্যবস্তু হিসেবে সিন্দুসকে গুলি করেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি যুদ্ধ অপরাধ। শিশুটি বর্তমানে আল-শিফা হাসপাতালে চেয়ারে বসে চিকিৎসাধীন।
পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, “সিন্দুসকে গুলি করার পরও আন্তর্জাতিক সমাজ বা সংবাদমাধ্যম থেকে যথাযথ প্রতিক্রিয়া বা চিকিৎসা সেবা পাইনি।”
শান্তিচুক্তির মধ্যেও ঘটানো এই হামলা গাজার শিশুদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।