Monday, January 19, 2026

ইউরোপকে “দুর্বল ও ধ্বংসপ্রাপ্ত” বললেন ডোনাল্ড ট্রাম্প, অভিবাসন নীতি নিয়ে তীব্র সমালোচনা


ছবিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (মধ্য) ১৮ আগস্ট ওয়াশিংটন ডিসিতে ইউরোপীয় নেতাদের সঙ্গে ছবি তোলেন (সংগৃহীত ।আল জাজিরা । আলেক্সান্ডার ড্রাগো/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আবারও ইউরোপের প্রতি তার আক্রমণ উস্কে দিয়েছেন। মঙ্গলবার Politico-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইউরোপ এখন দুর্বল এবং ধ্বংসের দিকে এগোচ্ছে” এবং দেশগুলোকে “অবৈধভাবে প্রবেশ করা মানুষদের তাড়িয়ে দেওয়ার” পরামর্শ দিয়েছেন।

ট্রম্প বলেন, “ইউরোপ রাজনৈতিকভাবে সঠিক হতে চায়, আর এ কারণে তারা দুর্বল হয়ে যাচ্ছে।” তিনি ইউরোপের অভিবাসন নীতিকেও “বিপর্যয়কর” হিসেবে অভিহিত করেছেন। তার মতে, চলতি পথে ইউরোপের অনেক দেশ ভবিষ্যতে অস্তিত্বহীন হতে পারে।

ট্রাম্পের এই মন্তব্য আসে তার প্রশাসনের প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশল নথি-র এক সপ্তাহের মধ্যে, যেখানে ইউরোপকে ‘সভ্যতার অপসারণের’ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নথিতে ইউরোপের বর্তমান পথে প্রতিবাদ তৈরি করার আহ্বান জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চান না, তবে তিনি ইউরোপীয় নির্বাচনে প্রার্থী বা রাজনৈতিক দলের প্রতি সমর্থন দিতে পারেন। উদাহরণ হিসেবে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে উল্লেখ করেন, যিনি যুক্তরাষ্ট্র থেকে সহায়তা চাইছেন। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, কোনো চুক্তি এখনও সম্পন্ন হয়নি।

ট্রাম্প লন্ডনের মেয়র সাদিক খান-কেও কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “তিনি একটি ভয়ানক, অক্ষম এবং নোংরা মেয়র, যিনি নির্বাচিত হয়েছেন অভিবাসীদের ভোটে।” ট্রাম্পের এই মন্তব্য ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ ষড়যন্ত্র তত্ত্বের সাথে মিলে যায়।

এছাড়া ট্রাম্প প্যারিস ও সুইডেনকেও অশান্তিপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করেছেন। সুইডেনে ২০২৪ সালে ৯২টি হত্যাকাণ্ড হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মেমফিস শহরের ২৫০টির তুলনায় অনেক কম।

ট্রাম্পের ইউরোপ ও খান নিয়ে রণনীতি জাতিসংঘ সাধারণ সভায় এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আগেও আলোচিত হয়েছে। তবে ইউকে প্রিমিয়ার কিয়ার স্টারমার ও অন্যান্য নেতারা সরাসরি সমালোচনা না করে মেয়র খানকে সমর্থন জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন