- ১৩ অক্টোবর, ২০২৫
গাজায় মঙ্গলবার এক বিস্ফোরণে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এটি চলতি বছর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অন্যতম জন্য এক দিনে সর্বোচ্চ হতাহতের ঘটনা। জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে।
ইসরায়েলি সামরিক বাহিনী নিহত ছয় সেনার নাম প্রকাশ করেছে, তবে সপ্তম সেনার নাম তার পরিবারকে অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হয়নি। নিহত সকলেই ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
গাজার দক্ষিণে পৃথক এক ঘটনায় একই ব্যাটালিয়নের আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে সামরিক বাহিনী জানিয়েছে।
এই ঘটনাটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য ক্ষতি, যদিও এটি ২০২৪ সালের জানুয়ারিতে গাজায় এক দিনে অন্তত ২৪ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনার মতো বড় নয়।
২০২৫ সালের এপ্রিলে গাজার দক্ষিণে রাফাহ এলাকায় ইসরায়েলি সেনারা [ফাইল ছবি: হ্যান্ডআউট/ইসরায়েলি সেনাবাহিনী, রয়টার্সের মাধ্যমে]