- ১৩ অক্টোবর, ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল-জাজিরা। এই ব্যাপক প্রাণহানি উপত্যকায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ৪৭ জনই গাজা সিটি এবং উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন। এই অঞ্চলগুলোতে তীব্র হামলা চালানো হয়েছে, যার ফলে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
গাজা সিটিতে অবস্থানরত আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত স্থানীয় আল-আহলি হাসপাতালের বর্তমান পরিস্থিতিকে "বিপর্যয়কর" হিসেবে বর্ণনা করেছেন। হাসপাতালের সীমিত সম্পদ এবং ধারণক্ষমতার বাইরে থাকা রোগীর সংখ্যা পরিস্থিতিকে চরম সংকটাপন্ন করে তুলেছে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসাকর্মীরা হিমশিম খাচ্ছেন।
সাম্প্রতিক এই হামলাগুলো এমন এক সময়ে ঘটলো যখন গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছানো নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে, এবং হাসপাতালের পরিস্থিতি মানবিক বিপর্যয়ের স্পষ্ট চিত্র তুলে ধরছে।