Tuesday, October 14, 2025

গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে নিহত ৭০-এর বেশি ফিলিস্তিনি, মানবিক বিরতির ঘোষণা


ছবি: গাজা সিটি, একটি দাতব্য রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করতে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। (সংগৃহীত/দাউদ আবু আলকাস/রয়টার্স)

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় এবং দুর্ভিক্ষ পরিস্থিতিতে শনিবার ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জন ছিলেন খাদ্য সহায়তা সংগ্রহে থাকা সাধারণ মানুষ। এই সময়ে অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এখন পর্যন্ত মালপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যার মধ্যে ৮৫ জনই শিশু। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে “মানবিক বিপর্যয়” হিসেবে আখ্যায়িত করেছে।

ইসরায়েলি বাহিনী গাজা শহর ও আশপাশের এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শনিবারও বিভিন্ন এলাকায় বোমা হামলায় বহু মানুষ হতাহত হন। মানবিক সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান অনেকেই।

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দার মুখে পড়ে ইসরায়েল ঘোষণা করেছে যে রোববার থেকে নির্দিষ্ট কিছু “মানবিক করিডর” এবং “নাগরিক এলাকায়” সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হবে যেন সাহায্য পৌঁছানো যায়।

তবে ইসরায়েল কোন এলাকাগুলোতে এই ‘মানবিক বিরতি’ কার্যকর হবে, তা স্পষ্ট করে বলেনি। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই জাতিসংঘকে দায়ী করেছে সহায়তা পৌঁছাতে না পারার জন্য।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, নিরাপদে সহায়তা পৌঁছানোর জন্য তারা প্রয়োজনীয় অনুমতি এখনো পায়নি।

এদিকে, একটি ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, গাজা শহরের এক শিশু খাদ্য সংগ্রহের জন্য লাইন ধরে অপেক্ষা করছে — তার চোখে ক্ষুধা ও হতাশার ছাপ স্পষ্ট।

এই দুর্যোগের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি পেলেও কার্যকর ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন