Tuesday, October 14, 2025

গাজায় ইসরায়েলি বিমান হামলায় রাতভর নিহত ১৪, খান ইউনুসে দাফন সম্পন্ন


ছবি: ১৮ জুলাই ২০২৫, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে নাসের হাসপাতালে এক জানাজায় অংশ নিচ্ছে মানুষজন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, ওই ফিলিস্তিনি নাগরিক রাতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। (সংগৃহীতঃ হুসসাম আল-মাসরি/রয়টার্স)

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজার উত্তরে ও দক্ষিণে ১৪ জন নিহত হয়েছে। খবর এজেন্সি ফ্রান্স-প্রেস (AFP)-এর।

সংস্থাটি জানায়, ভোরের দিকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের উত্তরের কিছু এলাকায় যুদ্ধবিমান থেকে বোমা হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালানো হয়।

সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুঘাইয়্যির বলেন, খান ইউনুস অঞ্চলে দুইটি পৃথক হামলায় ১০ জন নিহত হয়েছে—এর একটি হামলা একটি বাড়ির ওপর এবং অন্যটি গৃহহীনদের আশ্রয়দাতা তাবুর ওপর হয়।

গাজার উত্তরের জাবালিয়া আল-নাজলা এলাকায় আরও একটি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে বলে তিনি জানান।

গাজায় গণমাধ্যমের চলাচলে বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশে জটিলতার কারণে এ এফ পি নিহতের সংখ্যা ও অন্যান্য তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ এফ পি যোগাযোগ করলে তারা সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করে তথ্য যাচাইয়ের অনুরোধ জানায়।

তথ্যসুত্রঃ দ্য গার্ডিয়ান

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন