- ০৪ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক | PNN
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। বুধবার ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলায় একদিনেই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনায় গাজার মানুষ যুদ্ধবিরতির ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনও “অবিচল ও কার্যকর” রয়েছে। তবে মধ্যস্থতাকারী কাতার প্রকাশ করেছে হতাশা, যদিও তারা “পরবর্তী ধাপের শান্তি প্রক্রিয়া” নিয়ে আশাবাদী।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত এক সপ্তাহে তারা ১৯৭টি উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান পরিচালনা করেছে। শুধুমাত্র গতকালকের হামলায় ৪৬ জন শিশু সহ শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা জানায়, বহু পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, এবং পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
বুধবার সকাল থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে মাহমুদিয়েহ ও জারমাক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, হামলায় হতাহতের খবর এখনো নিশ্চিত নয়। ইসরায়েল দাবি করেছে, তারা “হিজবুল্লাহর স্থাপনা” লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে।
একইসঙ্গে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ব্লিদা গ্রামে রাতভর অভিযান চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওই অভিযানে এক পৌরকর্মী নিহত হন। যদিও ইসরায়েল দাবি করেছে, ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছিল—এ ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
বৃহস্পতিবার সকালে বেইরুটের আকাশে ইসরায়েলি ড্রোনের গর্জন শোনা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলের “হারমিস ৪৫০” ড্রোন শহরের উপরে দীর্ঘক্ষণ উড়তে থাকে। এ ধরনের আকাশ লঙ্ঘন এখন প্রায় দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।
জর্জটাউন ইউনিভার্সিটি ইন কাতার-এর অধ্যাপক জেইদোন আলকিনানি বলেছেন, যুদ্ধবিরতি কার্যত “ধসে পড়ার দ্বারপ্রান্তে”। তাঁর মতে, “ইসরায়েল সময় কিনছে—যাতে যুক্তরাষ্ট্রের দৃষ্টি অন্য দিকে সরে যায়, এবং তারা দখল ও উপনিবেশ স্থাপন প্রক্রিয়া চালিয়ে যেতে পারে।”
তিনি আরও বলেন, “প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কবে ইসরায়েলের লাগাম টানবে। যদি তা না করে, যুদ্ধবিরতি কাগজে-কলমেই থেকে যাবে।”
গাজা সিটির সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, “পুরো শহর এখন ভয় আর অনিশ্চয়তায় আচ্ছন্ন। মানুষ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে—পরবর্তী বিস্ফোরণ কখন হবে।”
তিনি আরও বলেন, “আকাশে ড্রোন, মাঝে মাঝে গোলাগুলি—সবকিছুই মনে করিয়ে দেয়, যুদ্ধবিরতি এখানে কেবল একটি ভঙ্গুর প্রতিশ্রুতি।”