Friday, December 5, 2025

গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত শেল্টার, ইসরায়েলি হামলায় নিহত তিন


ছবিঃ গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত শেল্টার (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN  

গাজা উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ ও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিন নিহত হয়েছেন। শনিবার ও রোববার একাধিক স্থানে ইসরায়েলি বিমান ও স্থল হামলা চালানোর খবর জানিয়েছে স্থানীয় সূত্র। নিহতরা খান ইউনিসের পূর্বাঞ্চলে হামলার শিকার হয়েছেন, পাশাপাশি গাজা সিটির জায়েতুন ও দক্ষিণ রাফাহ এলাকার কাছেও বিমান হামলা হয়েছে।

স্থানীয় সূত্র ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার এমন এলাকায় বাস করা পরিবারগুলোর অবস্থা ক্রমশ সংকটজনক হয়ে উঠেছে। বৃষ্টির পানি ভাঙা ত্রাণ শেল্টার ও ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনে প্রবেশ করে এবং মানুষ নিরাপদ আশ্রয় হারাচ্ছে।

জাতিসংঘের প্যালেস্টিনিয়ান শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে, গত দুই বছরের ইসরায়েলি বোমা হামলায় গাজায় প্রায় ১৩,০০০ পরিবার নিজেদের বাড়ি হারিয়েছে। এই পরিবারগুলো শীত ও বন্যার মধ্যে অপ্রতুল ত্রাণ শেল্টারে জীবন কাটাচ্ছে। এছাড়া, ইসরায়েল এখনও শীতকালীন ত্রাণ সামগ্রী ও টেন্ট সরবরাহে বাধা সৃষ্টি করছে।

UNRWA কমিউনিকেশন ডিরেক্টর তামারা আলরিফাই জানিয়েছেন, “ইসরায়েল শীতকালীন মৌলিক জিনিসপত্রও প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে। আমাদের কাছে যথেষ্ট সরবরাহ আছে, তবে প্রশাসনিক জটিলতার কারণে তা প্রবেশ করানো কঠিন।”

গাজা সিটির স্থানীয়রা জানান, বর্ষণ দুই দিনের বেশি চলায় অনেক শেল্টার সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। স্থানীয়রা বলেন, “সব কিছু ভিজে গেছে—তেল, খাবার, পানি, জামাকাপড়। নতুন টেন্ট প্রয়োজন, যা মানুষকে শীত থেকে রক্ষা করতে পারে।”

ডাক্তারস উইদাউট বর্ডার্সের গাজার জরুরি সমন্বয়ক ক্যারোলিন সেগুইন বলেন, “মানুষদের রাতভর শুকনো জায়গায় থাকা এক ধরণের বিলাসিতা। তবে ইসরায়েল সীমাবদ্ধতা তৈরি করায় ত্রাণ পৌঁছে দেওয়া এখনো খুব জটিল।”

প্রসঙ্গত, গত মাসে প্রযোজিত সিজফায়ারের পরও ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬৬ নিহত ও ৬৩৫ আহত হয়েছে। বর্তমানে গাজার মৃত্যুর সংখ্যা প্রায় ৭০,০০০ ছুঁয়ে দিচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহু জানিয়েছেন, তিনি নিশ্চিত নন সিজফায়ার কতদিন কার্যকর থাকবে এবং তিনি প্যালেস্টিনিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা অব্যাহত রাখছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন