Tuesday, October 14, 2025

গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা: যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি হবে অপরিবর্তনীয়, বলছে সহায়তা সংস্থাগুলো


ছবিঃ ভিক্ষা চেয়ে বেঁচে থাকার লড়াই: ফিলিস্তিনিরা ক্ষুধার্ত শিশুদের খাওয়ানোর জন্য গুলি ঝুঁকি নিচ্ছে (সংগৃহীত । আল জাজিরা)

গাজায় চলমান সংঘাতের কারণে অবিলম্বে যুদ্ধবিরতি না হলে "অপরিবর্তনীয় মানবিক বিপর্যয়" দেখা দেবে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা। সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নয়জন ছিলেন ত্রাণ সহায়তা প্রত্যাশী।

গাজা প্রশাসনের মতে, ২৭ জুলাই থেকে ইসরায়েল আংশিকভাবে অবরোধ শিথিল করলেও প্রতিদিন গড়ে মাত্র ৮৪টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে। অথচ সাহায্য সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, দৈনিক কমপক্ষে ৬০০টি ট্রাক প্রয়োজন স্থানীয় জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য। বর্তমানে গাজার বাইরে অপেক্ষমাণ ত্রাণবাহী ট্রাকের সংখ্যা ২২,০০০-এর বেশি।

এদিকে, ফিলিস্তিনি বন্দিদের সুরক্ষা বিষয়ক কেন্দ্র জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা থেকে অন্তত ২৪ জন চিকিৎসককে কঠোর শর্তে আটক রেখেছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজার ৪০০-রও বেশি চিকিৎসা কর্মীকে আটক করেছে, যাদের অধিকাংশকে পরবর্তীতে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়।

মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আটক চিকিৎসকরা ইসরায়েলি হেফাজতে অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে মানবাধিকার কর্মীরা অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় পূর্ণমাত্রায় ত্রাণ প্রবেশের দাবি জানিয়ে আসছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন