- ১৩ অক্টোবর, ২০২৫
গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ শিশু সংস্থা (ইউনিসেফ) সতর্ক করে জানিয়েছে, এটি এখন “শিশুদের বেঁচে থাকার এক বাস্তব সংকট” এবং অনেকের জন্য “ইতিমধ্যেই দেরি হয়ে গেছে।”
শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। স্থানীয় সময় ভোররাতে একাধিক স্থানে টানা হামলার ফলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
অন্যদিকে ইসরায়েলের ভেতরেও উত্তেজনা দেখা দিয়েছে। মধ্য ইসরায়েলের কিরিয়াত মালাখি এলাকায় জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ঘিরে বিক্ষোভ করেছেন কয়েকজন ইসরায়েলি নাগরিক। তারা অভিযোগ করেন, যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তি বাধাগ্রস্ত হচ্ছে এবং এর দায় বেন-গভিরকে নিতে হবে।
প্রতিবাদকারীরা হাতে বন্দিদের ছবি নিয়ে স্লোগান দেন এবং বলেন, “চুক্তির পথে সবচেয়ে বড় বাধা সরকারের ভেতরের চরমপন্থী মন্ত্রীরা।” পাল্টা প্রতিক্রিয়ায় বেন-গভির বিক্ষোভকারীদের সেনা ড্রাফট এড়িয়ে চলার অভিযোগ আনেন।
মানবিক সহায়তাকারীরা বলছেন, অব্যাহত অবরোধ ও খাদ্য ঘাটতির কারণে গাজার সাধারণ মানুষ বিশেষত শিশু ও নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।