Tuesday, October 14, 2025

গাজায় দুই বছরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত


ছবিঃ ‘শান্তি এখনো অনেক দূরের ব্যাপার,’ বলেছেন ইসরায়েলের সাবেক কর্মকর্তা (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

দুই বছর পূর্তিতেও গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাত অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারীদের প্রতিনিধিরা বর্তমানে মিশরে বৈঠকে বসেছেন।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি কর্মকাণ্ডকে "স্বাস্থ্য-গণহত্যা" (Health Genocide) আখ্যা দিয়ে জানিয়েছে, দুই বছরের যুদ্ধে ১,৭০১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হামাস এই পরিস্থিতিকে "লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতা ও অভূতপূর্ব আরব ব্যর্থতা" বলে নিন্দা জানিয়েছে।

যুদ্ধবিরতি আলোচনা চলাকালীনই দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীরা নতুন করে একাধিক অভিযান চালিয়েছে।

খিরবেত সামরা: ওয়াফা নিউজ এজেন্সির খবর অনুযায়ী, উত্তরাঞ্চলীয় জর্ডান উপত্যকার ফিলিস্তিনি জনপদ খিরবেত সামরায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালিয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে নারী ও শিশুরা আতঙ্কে ভুগছে।

বালকা গ্রাম: মঙ্গলবার ভোরে জেরিকোর উত্তরে বালকা বেদুইন গ্রামে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে বাড়ি তল্লাশি করে এবং বাসিন্দাদের ওপর মাঠে জিজ্ঞাসাবাদ ও শারীরিক নির্যাতন চালায়।

রামাল্লা ও আল-বিরহ: এই গভর্নরশিপের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে। এছাড়া বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন এলাকার মধ্যে চলাচল বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি প্রিজনার’স সোসাইটির তথ্যমতে, সোমবার সন্ধ্যা থেকে পশ্চিম তীর থেকে কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে আল জাজিরা জানিয়েছে, মিশরে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। দুই বছরের যুদ্ধে ৬৭,১৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২০,১৭৯ জন শিশু। আহত হয়েছেন ১,৬৯,৭৮০ জন।

খাদ্যের অভাবে (Israel-forced famine) ৪৬০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫৪ জন শিশু। পাঁচ বছরের কম বয়সী ৫১,১০০ এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে ।৩৮টি হাসপাতালের মধ্যে ২৫টিই এখন অচল। অবশিষ্টগুলো আংশিকভাবে কাজ করছে। ১৫৭টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে ১০৩টি ধ্বংস করা হয়েছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA) দুই বছরের যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সংস্থাটি ইসরায়েলিদের হাতে আটক সকল ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন