- ১৩ অক্টোবর, ২০২৫
ইসরায়েলের চলমান হামলা ও অবরোধের কারণে গাজা উপত্যকার বহু শিক্ষার্থী বিদেশে পড়াশোনার সুযোগ পেয়েও যেতে পারছেন না। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নের জন্য পূর্ণাঙ্গ বৃত্তি পাওয়া ইংরেজি শিক্ষক ও গাজার বাসিন্দা ওমর সালাহ তাদেরই একজন।
সালাহ জানান, ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে তাঁর শুধু বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) জমা দেওয়ার প্রয়োজন, কিন্তু যুক্তরাজ্য সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি যাতে গাজা থেকে তাদের বের হয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
তিনি বলেন, “গাজার শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিদেশে পড়াশোনা আমাদের জন্য নতুন আশার পথ খুলে দিতে পারে। আমরা গাজার মানুষ পরিশ্রমী ও মেধাবী—৪০ জনেরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক বৃত্তি পেয়েও শুধু বায়োমেট্রিক না দিতে পারায় আটকে আছি।”
অন্য অনেক দেশ গাজার শিক্ষার্থীদের জন্য পূর্বনির্ধারিত ভিসা বা ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার সুযোগ দিয়েছে, যাতে তারা কোনো নিকটবর্তী দেশে পৌঁছে প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। সালাহ যুক্তরাজ্য সরকারকেও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।