- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
গাজা শহরের সাধারণ মানুষকে দক্ষিণে চলে যেতে নতুন করে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনারা। শনিবার ভোর থেকে অব্যাহত হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে খাদ্য সহায়তার সন্ধানকারীরাও রয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে শুধু গাজা শহরেই ১৩ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধের কারণে খাবার না পাওয়ায় আরও ছয়জন মৃত্যুবরণ করেছেন।
এরই মধ্যে খান ইউনিসে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখতে যাওয়া ছয় বাসিন্দা ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছেন। যদিও একই এলাকায় আল-মাওয়াসি অঞ্চলে কথিত "মানবিক অঞ্চল" গড়ে তোলার দাবি করছে ইসরায়েল।
মধ্যপ্রাচ্য বিশ্লেষক লুসিয়ানো জাকারার মতে, ইসরায়েলের উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের ধীরে ধীরে গাজা উপত্যকা থেকে সরিয়ে দেওয়া। তিনি বলেন, “এটি স্বেচ্ছায় নয়, বরং ফিলিস্তিনিদের দক্ষিণে ঠেলে দেওয়া হচ্ছে, যা কার্যত কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, এ পরিকল্পনা মিশরকে এক কঠিন পরিস্থিতিতে ফেলেছে। মানবিক কারণে সীমান্ত খুলে দেওয়ার চাপ থাকলেও রাজনৈতিক বাস্তবতায় কায়রো তা করতে চাইছে না।