Monday, January 12, 2026

ফুটবল বিশ্বকাপের টিকিটে নজিরবিহীন উন্মাদনা, ১৫ দিনে আবেদন ১৫ কোটি


প্রতীকী ছবিঃ ফুটবল বিশ্বকাপ ও টিকিট (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর বৈশ্বিক উত্তেজনার এক অনন্য উৎসব। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সেই উত্তেজনা এবার নতুন মাত্রা পেয়েছে। টিকিট কেনার জন্য দর্শকদের আগ্রহ বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এমন নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, টিকিট বিক্রির আবেদন শুরুর মাত্র ১৫ দিনের মধ্যেই প্রায় ১৫ কোটি আবেদন জমা পড়েছে। সোমবার দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে এসব তথ্য তুলে ধরেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, বিশ্বকাপের জন্য মোট ৬ থেকে ৭ মিলিয়ন টিকিট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। অথচ প্রথম দুই সপ্তাহেই প্রতিদিন গড়ে প্রায় এক কোটি আবেদন জমা পড়েছে।

ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের দীর্ঘ প্রায় একশ বছরের ইতিহাসে ফিফা সব মিলিয়ে প্রায় সাড়ে চার কোটি টিকিট বিক্রি করেছে। কিন্তু এবারের আগ্রহের মাত্রা এতটাই বেশি যে, কেবল আবেদনসংখ্যা হিসাব করলেও একাধিক শতাব্দীর বিশ্বকাপ আয়োজন সম্ভব বলে মনে হচ্ছে।

টিকিটের মূল্য নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গে ফিফা সভাপতি জানান, কম আয়ের দেশগুলোর ফুটবলপ্রেমীদের কথা বিবেচনা করে ৬০ ডলারের বিশেষ টিকিট ক্যাটাগরি চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বকাপের আনন্দ যেন সবার জন্য উন্মুক্ত থাকে, সেটাই ফিফার লক্ষ্য বলে জানান তিনি।

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এর পরের অবস্থানে রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য।

বিশ্বকাপ থেকে অর্জিত বিপুল রাজস্বের ব্যবহার নিয়েও কথা বলেন ইনফান্তিনো। তিনি বলেন, এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশে ফুটবলের অবকাঠামো, প্রশিক্ষণ ও উন্নয়নে বিনিয়োগ করা হয়। তাঁর মতে, ফিফার সহায়তা না থাকলে বহু দেশেই ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হতো। বিশ্বকাপ থেকে পাওয়া অর্থ শেষ পর্যন্ত আবার বিশ্ব ফুটবলের উন্নয়নেই ফিরে যায়।

বিশ্লেষকদের মতে, টিকিটের এই বিপুল চাহিদা প্রমাণ করে ফুটবল বিশ্বকাপ এখন শুধু একটি খেলার আসর নয়, বরং এটি বৈশ্বিক সংস্কৃতি ও আবেগের সবচেয়ে বড় মিলনমেলা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন