- ১৩ অক্টোবর, ২০২৫
আসিফ মাহমুদ | PNN আন্তর্জাতিক ডেস্ক, প্যারিস, ৪ জুলাই (রয়টার্স) — ফ্রান্সে বিমান পরিবহন নিয়ন্ত্রকদের ডাকা ধর্মঘট শুক্রবার গিয়ে পৌঁছেছে দ্বিতীয় দিনে। ইউরোপের গ্রীষ্মকালীন ভ্রমণের চূড়া সময়ে এ ধর্মঘটের ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন, বাতিল হয়েছে বিপুল সংখ্যক ফ্লাইট।
ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিএসি জানিয়েছে, প্যারিসের তিনটি প্রধান বিমানবন্দরে শুক্রবার দিনের ফ্লাইটের ৪০% বাতিল করতে হয়েছে। ধর্মঘটে অংশগ্রহণকারী নিয়ন্ত্রকেরা দাবি করছেন, কর্মী সংকট এবং পুরনো যন্ত্রপাতির কারণে তারা এ ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন।
ডিজিএসি আরও জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলসহ অন্যান্য বেশ কয়েকটি বিমানবন্দরে অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল বা দেরিতে পরিচালিত হয়েছে।
ফরাসি পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোট এই ধর্মঘটকে "অগ্রহণযোগ্য" বলে আখ্যায়িত করেছেন এবং ডিজিএসি সতর্ক করেছে যে শুধু ফ্লাইট বাতিল নয়, যাত্রাপথে দীর্ঘ বিলম্ব ও উল্লেখযোগ্য বিঘ্নও ঘটতে পারে।
এদিকে, এয়ারলাইনস ফর ইউরোপ (A4E) লবি গ্রুপ বৃহস্পতিবার রাতে জানিয়েছে, শুধুমাত্র দুই দিনের ধর্মঘটে ১,৫০০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং ৩ লক্ষ যাত্রী এর ভুক্তভোগী হয়েছে। পাশাপাশি, ব্যাপক বিলম্বের সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের।