- ১৩ অক্টোবর, ২০২৫
আসিফ মাহমুদ | PNN আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের সময় ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) অথবা এর সহযোগী সংগঠনের সদস্য। শুক্রবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গত তিন দিনে পরিচালিত একাধিক অভিযানে তারা নিহত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘সম্ভাব্য এক বড় বিপর্যয়’ ঠেকাতে সক্ষম হয়েছে তারা, এবং এজন্য বাহিনীর প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে।
প্রতিবেদন অনুযায়ী, এর ঠিক এক সপ্তাহ আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে টিটিপির একটি অংশ আত্মঘাতী বোমা হামলা চালায়, যাতে ১৬ জন পাক সেনা সদস্য নিহত হন। ঘটনার কয়েকদিনের মধ্যেই একই জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
তবে অভিযানের বিস্তারিত তুলে ধরা না হলেও, বিবৃতিতে বলা হয়েছে যে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।
এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা পাকিস্তান থেকে সকল ধরণের সন্ত্রাসবাদ নির্মূল করতে অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী উভয়ই তাদের বিবৃতিতে ভারতকে সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে অভিযুক্ত করেছে। তবে নয়াদিল্লি এখনো ইসলামাবাদের এই সর্বশেষ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।