Tuesday, October 14, 2025

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল, যুক্ত হলো আরও কয়েকটি পশ্চিমা দেশ


ছবিঃ সোমবার গাজা সিটির রিমাল এলাকায় রাতভর ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হওয়া ‘আননোন সোলজার টাওয়ার’-এর ধ্বংসস্তূপে মানুষ যখন অনুসন্ধান চালাচ্ছিল, তখন এক কিশোর ফিলিস্তিনি পতাকা মেলেন (সংগৃহীত । আল জাজিরা । এএফপি )

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) লিসবনে এক ঘোষণার মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ঠিক পরদিনই জাতিসংঘ সাধারণ পরিষদে (UNGA) ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন বসবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, “রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা রবিবার প্রকাশ করা হবে।”

এ সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম ইউরোপের দেশটি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের পর একই পদক্ষেপ নিল। দেশটির সংবাদমাধ্যম Correio da Manha জানিয়েছে, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো রাষ্ট্রপতি ও পার্লামেন্টের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। প্রায় ১৫ বছর ধরে চলমান বিতর্কের অবসান ঘটল এই ঘোষণার মধ্য দিয়ে।

ঘোষণার পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে গাজায় চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতি ও ইসরায়েলের দখল নীতির হুমকি। গত সপ্তাহেই জাতিসংঘের এক অনুসন্ধান রিপোর্টে গাজায় ইসরায়েলের যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৬৬ হাজার আহত হয়েছে। আরও অগণিত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে সোমবার নিউইয়র্কে যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, সেখানে অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও সান মারিনোসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপদেষ্টা জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন