- ১৩ অক্টোবর, ২০২৫
গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত থাকার প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। বুধবার (৩০ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান।
প্রধানমন্ত্রী কারনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আশা করছিলাম, আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সম্ভব হবে। কিন্তু বর্তমানে সেই পথ আর টেকসই নয়।”
তিনি জানান, “২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।”
এই ঘোষণাটি যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরূপ পদক্ষেপের ধারাবাহিকতায় এসেছে, যারা চলতি মাসের শুরুতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জানায়। তবে এসব স্বীকৃতি গাজার যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি সম্প্রসারণের ওপর কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।
প্রধানমন্ত্রী কারনি আরও জানান, এই স্বীকৃতি নির্ভর করছে ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার প্রতিশ্রুতি এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ২০২৬ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের ওপর।
তিনি জোর দিয়ে বলেন, “হামাস ফিলিস্তিনের ভবিষ্যতে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না এবং তাদেরকে ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণের সুযোগও দেওয়া হবে না।” যদিও এই শর্তটি অনেকেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
কারনি বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ধরে রাখতে হলে, আমাদের সকল সেই জনগণের পাশে দাঁড়াতে হবে, যারা সহিংসতা ও সন্ত্রাস নয়, শান্তিকে বেছে নেয়।”
এই ঘোষণার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে নতুন গতি দিতে পারে, যদিও বাস্তব রাজনৈতিক বাস্তবতায় তা কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।