- ১৩ অক্টোবর, ২০২৫
নতুন কাঠামোয় আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে এবারের আসরে নকআউট পর্ব থেকেই ছিটকে গেল দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট। গ্রুপ পর্বেই তাদের অভিযান শেষ হয়েছে। তবে প্রতিবেশী ব্রাজিল ঠিকই নিজেদের ফুটবল পরাশক্তি হিসেবে প্রমাণ করেছে; তাদের চারটি ক্লাবই পৌঁছে গেছে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে।
গ্রুপ ‘ই’ এর শেষ ম্যাচে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে রিভারপ্লেটের বিশ্বকাপ অভিযান শেষ হলো। এই হারের আগে রিভারপ্লেট ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ছিল, যেখানে তাদের প্রথম দুই ম্যাচে ছিল এক জয় ও এক ড্র। কিন্তু আজকের পরাজয়ের ফলে তারা তৃতীয় স্থানে নেমে যায়। একই সময়ে অন্য ম্যাচে মেক্সিকান ক্লাব মন্তেরেই জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। গ্রুপ পর্ব শেষে ইন্টারের পয়েন্ট ৭, মন্তেরেইর ৫ এবং রিভারপ্লেটের
ইন্টার মিলানের হয়ে অভিষেকেই নজর কেড়েছেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও এসপসিতো। ম্যাচের ৭২তম মিনিটে তার গোলেই ইন্টার এগিয়ে যায়। যোগ করা সময়ে আলেসান্দ্রো বাস্তোনি দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। এই ম্যাচে রিভারপ্লেটকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। ৬৬ মিনিটে শেষ ডিফেন্ডার হিসেবে হেনরিখ মেখিতারিয়ানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা। আর যোগ করা সময়ে মারামারির জেরে আরেক লাল কার্ড দেখেন গঞ্জালো মন্তিয়েল।
অন্যদিকে, ব্রাজিলিয়ান ক্লাবগুলো এবারের টুর্নামেন্টে দারুণ দাপট দেখিয়েছে। পালমেইরাস, বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্স—দেশের এই চারটি ক্লাবই শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে পালমেইরাস ও বোতাফোগো নকআউট পর্বে একে অপরের মুখোমুখি হওয়ায় অন্তত একটি ব্রাজিলিয়ান দলের কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত হয়েছে।
রিভার প্লেট দল। (ছবি : কালবেলা)