Tuesday, October 14, 2025

ফেভারিট পিএসজিকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি


ছবি: চেলসির (সংগৃহীত । ইন্টারনেট )

রীতিমতো অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগসহ মৌসুমে চারটি শিরোপা ঘরে তুলেছিল প্যারিসিয়ানরা এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয়। তাই শিরোপা জয়ের দৌড়ে তাদেরই ফেভারিট মনে করা হচ্ছিল। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে চেলসির কাছে পাত্তা পেল না পিএসজি। তাদের ৩-০ গোলে হারিয়ে ক্লাব চ্যাম্পিয়নের মুকুট পরল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ফাইনাল ম্যাচে চেলসির জয়ের নায়ক কোল পালমার, যিনি জোড়া গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে বাকি গোলটি করিয়েছেন। এছাড়া বড় অবদান রেখেছেন চেলসির গোলরক্ষক রবার্তো সানচেজ, যিনি ফাইনালে ছয়টি দারুণ সেভ দিয়েছেন, যার মধ্যে চারটি ছিল নিশ্চিত গোল। পোস্টের নিচে এমন দুর্দান্ত সেভ দিয়ে প্রশংসায় ভাসছেন সানচেজ।

ম্যাচের সবকটি গোল হয়েছে প্রথমার্ধেই। ২২ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে গোল করে চেলসিকে এগিয়ে দেন পালমার। আট মিনিটের মাথায় ব্যবধান বাড়ান এই আক্রমণভাগের ফুটবলার; প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে ফের বাঁ পায়ের শটে জালে বল জড়ান তিনি। ৪৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জোয়াও পেদ্রো, যিনি পালমারের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন। কিছুদিন আগেই চেলসি শিবিরে যোগ দেওয়া এই তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লাব বিশ্বকাপে সব মিলিয়ে ৩ গোল করলেন।

আসরের আগের ৬ ম্যাচে মাত্র এক গোল হজম করে ১৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠানো সেই পিএসজিই ফাইনালে চেলসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারল না। ধারহীন আক্রমণের পাশাপাশি নড়বড়ে রক্ষণে শিরোপার খুব কাছে এসেও হতাশা নিয়ে ফিরতে হলো ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটিকে।

ক্লাব বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে দুটি ট্রফি জিতে মৌসুম শেষ করল চেলসি। এর আগে গত মে মাসে তারা উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতেছিল, যেখানে ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারায় তারা। টানা ব্যর্থতার পর এনজো মারেস্কার কোচিংয়ে চেলসি যেন ঘুরে দাঁড়ানোর বার্তাই দিচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন