- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরার পর হামজা চৌধুরী, শমিত সোমসহ প্রবাসী ফুটবলাররা জয়ের দিকে মনোযোগী।
বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও প্রস্তুতি ভালো হয়েছে। হামজা ও শমিত দলের সঙ্গে অনুশীলন করছে। আশা করছি এই ম্যাচে আমরা তিন পয়েন্ট পাবো।”
প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের এ ম্যাচে জয় এখন একান্ত প্রয়োজনীয়। দলের দুই ফরোয়ার্ড সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম ইনজুরিতে থাকায় একাদশে তাদের সম্ভাবনা কম। তবে মেহেদী হামজা, শমিত, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া ও তারিক কাজী দলের শক্তি বৃদ্ধিতে আশা জাগাচ্ছে।
মহামা আওয়াল, ফের্নান্দো অগুস্তো ও এভারতন কামারগোসহ হংকং দলের প্রবাসী ফুটবলাররা দলকে শক্তিশালী করছে। ঢাকা থেকে পূর্ণ পয়েন্ট নিতে পারলে বাংলাদেশের এশিয়ান কাপের পথে আংশিকভাবে সুবিধাজনক অবস্থান তৈরি হবে।
ম্যাচটি রাত ৮টায় শুরু হবে এবং দুই দলের মধ্যকার লড়াই কেবল মাঠে নয়, প্রবাসী ফুটবলারদের পারফরম্যান্সেও নজরকাড়া হবে।